আপনার এডস আরও শক্তিশালী ও এগিয়ে নিতে Advanced Meta Pixel & Server Side Tracking  সেটাপ করুন।

FB Pixel Purchase Event Coverage — 100% by Conversion API 🚀 ফেসবুক নিজেই যেখানে 75% Event Coverage রিকমেন্ড করে, সেখানে আমরা দিচ্ছি 100% Coverage — Alhamdulillah!

সঠিক Purchase Data, High Event Match Quality এবং কম এড খরচ— সবকিছু এক জায়গায়। Rida IT এখন আপনার ট্র্যাকিং সমস্যার স্থায়ী সমাধান।

Pixel & CAPI

ফেসবুক পিক্সেল এখন কেন যথেষ্ট নয়?

ফেসবুকের নতুন Andromeda  আপডেটের পর এখন শুধু Pixel কানেক্ট যথেষ্ট নয়!। এখন ফেসবুক নিজেই সুপারিশ করছে — Conversion API (CAPI) সেটআপ করতে। ফেসবুক পিক্সেল মূলত ব্রাউজার-ভিত্তিক ট্র্যাকিং

  • iOS 14.5 আপডেটের পর অনেক ইউজারের ডেটা পিক্সেল আর ট্র্যাক করতে পারে না।
  • Safari, Firefox ও Chrome থার্ড-পার্টি কুকি ব্লক করায় পিক্সেল প্রায় ৩০–৫০% ডেটা হারায়।
  • ব্রাউজার ট্র্যাকিং ব্লক করলে পিক্সেল ইভেন্ট সঠিকভাবে পাঠাতে পারে না।
  • Ad-blocker থাকলে পিক্সেলের ইভেন্ট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
  • পিক্সেল শুধু ব্রাউজারের উপর নির্ভরশীল, তাই ডেটা অসম্পূর্ণ ও ভুল হয়।
 আবার শুধু CAPI সেটাপ = Behavioral tracking কমে
সার্ভার-সাইড ট্র্যাকিং শক্তিশালী হলেও, ব্রাউজার-লেভেলের ইউজার বিহেভিয়ার ১০০% ধরা যায় না।

🎯 সুতরাং সমাধান ও Final Answer:

Browser Pixel + Server (CAPI) — দুইটাই ব্যবহার করলে আপনি maximum tracking accuracy (৯০–১০০%) পাবেন।
পাবেন পারফেক্ট data + ভালো Ads Result
 
✅ যেটা Pixel মিস করবে → CAPI সেটা cover করবে
✅ যেটা CAPI মিস করবে → Pixel সেটা পাঠাবে
✅ Facebook event deduplication এর মাধ্যমে duplicate data গোনা হবে না
✅ Event Match Quality অনেক বেশি হবে
✅ Optimization + Tracking + Attribution → সব হবে নিখুঁতভাবে
✅ ROAS, Retargeting, Lookalike Audience আরও শক্তিশালী হয়
📌 উদাহরণ ধরুন:
একজন গ্রাহক iPhone দিয়ে এসে add to cart করল → Pixel ব্লকড → data গেল না।
কিন্তু Shopify/WooCommerce এর order confirm signal থেকে CAPI direct server side data পাঠাবে → Facebook ঠিকই জানবে যে sale হয়েছে ✅
 
 

আমাদের সার্ভিস কেন নিবেন?

অনেকে “সস্তা দামে সার্ভিস” নিয়ে প্রথমে খুশি হন—
কিন্তু পরে দেখেন👇
❌ Event Coverage কম
❌ Event Match Quality (EMQ) কম
❌ Purchase Event ঠিকমতো ফায়ার হচ্ছে না
❌ Ads Performance দুর্বল
কারণ পরিষ্কার—
👉 তাদের ট্র্যাকিং সেটআপের মান যেটুকু, পারফরম্যান্সও ততটাই হবে।

আমাদের সার্ভিস কেন নিবেন?

  • 🔥ফেসবুক নিজেই যেখানে 75% Event Coverage রিকমেন্ড করে, সেখানে আমরা দিচ্ছি 100% Coverage — Alhamdulillah!
  • 🔥 High Event Match Quality (80–95%)
  • 🔥Accurate Data Tracking
  • 🔥 Better Optimization → Better Results

ফলাফল?

🔹 আপনার Facebook AI সঠিক ডাটা পাবে
🔹 Retargeting হবে Laser-Accurate
🔹 Audience Building হবে Clean
🔹 Purchase Optimization হবে নিখুঁত
🔹 ROAS বাড়বে, বাজেট কমে যাবে
💰 কম স্পেন্ডে বেশি সেল
💥 আরও স্মার্ট, ডাটা-ড্রিভেন, AI-Friendly এড ক্যাম্পেইন
ট্র্যাকিং ঠিক না হলে অ্যাড কখনো স্কেল হবে না।
তাই যদি চান আপনার অ্যাড টাকা অপচয় না হোক—
Pro Level Pixel + Advanced CAPI Setup নিতে চান এখনই অর্ডার করুন ..

সাথে থাকছে Advanced Facebook Marketing Course 2025–26 ফ্রি

আমাদের সেটাপে যা থাকছে

প্রো সেটআপ

WordPress & Shopify সাইটের জন্য ব্রাউজার এবং সার্ভার-সাইও ট্র্যাকিং
  • Advanced Facebook Marketing Course 2025–26 ফ্রি
  • ফেসবুক পিক্সেল সেটআপ (ব্রাউজার-সাইড)
  • ফেসবুক CAPI সেটআপ (সার্ভার-সাইড)
  • Google Analytics (GA4) Setup
  • Event Deduplication
  • High Event Match Quality (93%-100%)
  • 100% Purchase Event Coverage
  • Enhanced Ecommerce Events Setup
  • Stape.io-এর কাস্টম ডোমেইন
  • জিটিএম এবং স্টেপ ইন্টিগ্রেশন
  • Microsoft clarity সেটাপ
  • Pixel Issue Fix
  • Full Tracking Audit Report
Popular

আপনার ওয়েবসাইটে কোন ইভেন্ট ভুল যাচ্ছে?

Scroll to Top